মুম্বই বিমানবন্দরে ২৮ কোটি টাকার কোকেন উদ্ধার

মুম্বই (মহারাষ্ট্র), ১০ জানুয়ারি (হি.স.) : বিপুল পরিমাণ কোকেন উদ্ধার হল বাণিজ্য নগরী মুম্বইয়ে ৷ যার ওজন ২.৮১ কেজি ৷ যার বাজার মূল্য প্রায় ২৮.১০ কোটি টাকা ৷ সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় যাত্রীর কাছ থেকে এই কোকেন উদ্ধার করে শুল্ক বিভাগ৷তদন্তে জানা গিয়েছে, ওই যাত্রীকে মধুচক্রের ফাঁদ পেতে চোরাচালানকারীরা দলে টেনেছিল ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর পরিচয় ৷ সেই পরিচয়ের ভিত্তিতেই তাঁকে মাদক বহনের প্রলোভন দেয় । তার পর মধুচক্রের ফাঁদে ফেলে ওই ব্যক্তিকে এই কাজে সামিল করা হয় ৷

তবে গত কয়েকদিনে মুম্বইয়ের এই বিমানবন্দরে মাদক পাচারের একাধিক ঘটনা ঘটে ৷ প্রতিবার কাস্টমস আধিকারিকদের তৎপরতায় বানচাল হয়েছে ৷ কাস্টমসের এক আধিকারিক জানিয়েছেন, চার দিন আগে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস আধিকারিকদের তরফে দু’টি পৃথক ঘটনায় ৩১.২৯ কোটি টাকা মূল্যের ৪.৪৭ কেজি হেরোইন ও ১৫.৯৬ কোটি টাকা মূল্যের ১.৫৯৬ কেজি কোকেন বাজেয়াপ্ত করা হয় ৷ জামা-কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা ছিল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *