মানুষের আশীর্বাদের বিশ্বাস বিজেপি রেখেছে : মুখ্যমন্ত্রী

 খোয়াই, ১০ জানুয়ারি ।। ২০১৮ সালে মানুষ বিজেপি-কে আশীর্বাদ দিয়েছেন। সেই আশীর্বাদের বিশ্বাস বিজেপি রেখেছে। তাই, এই জনবিশ্বাস যাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেছেন।  

মঙ্গলবার বিজেপির জন বিশ্বাস রথ যাত্রা খোয়াই জেলায় এসে পৌছেছে। কমলপুর থেকে এই জন বিশ্বাস রথ যাত্রা খোয়াই পৌছেছে। জন বিশ্বাস রথ খোয়াই পৌঁছানোর পর এইদিন খোয়াই-র মোহর মঞ্চে বিজয় সংকল্প জনসভার আয়োজন করা হয়েছে। 

বিজয় সংকল্প জন সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, বিজেপির নির্বাচনী প্রবাহী ডাক্তার মহেন্দ্র সিং, প্রদেশ বিজেপির সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, ২০১৮ সালে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নেতৃত্বে মানুষ রাজ্য থেকে দুঃশাসনের সরকারকে উৎখাত করেছেন। তারপর মানুষ বিজেপিকে আশীর্বাদ দিয়েছিল। সেই আশীর্বাদের বিশ্বাস বিজেপি রেখেছে। তাই বর্তমানে জন বিশ্বাস রথ যাত্রা শুরু করা হয়েছে। রাজ্যের দুই প্রান্ত থেকে এই জন বিশ্বাস রথ যাত্রা শুরু হয়েছে। কাতারে কাতারে মানুষ এই জন বিশ্বাস রথ যাত্রায় সামিল হচ্ছেন।