কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : সরস্বতী পুজো নিয়ে অতীতে বিজেপির আক্রমণের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। নতুন করে সেই ঘটনার পুনরাবৃত্তি হোক চাইছে না রাজ্য সরকার। আর সে কারণেই এবার সরস্বতী পুজোর জন্য বাড়তি একদিনের ছুটি দিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, এবার সরস্বতী পুজো পড়েছে ২৬ জানুয়ারি। প্রথাগতভাবে এই দিনটি জাতীয় ছুটির দিন। কিন্তু বাগদেবীর আরাধনার জন্য প্রত্যেক বছরই ছুটির তালিকায় একটি দিন নির্দিষ্ট থাকে। সাধারণতন্ত্র দিবসে সরস্বতী পুজো পড়ায় খুব স্বাভাবিকভাবে সরকারি ছুটির দিন বাদ পড়ে যায়। তবে এবার সরস্বতী পুজো উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে ২৭ জানুয়ারি এই দিনটিতে বাড়তি ছুটি দেওয়া হয়েছে।
যদিও এই ঘটনার মধ্যে রাজনৈতিকভাবে বাধ্যবাধকতা দেখতে পাচ্ছে রাজনৈতিক মহল। এবছরই পঞ্চায়েত নির্বাচন রয়েছে রাজ্যে। এই অবস্থায় সরস্বতী পুজোর জন্য আলাদা করে ছুটি না দেওয়া হলে, তা বিজেপির কাছে একটা বড় ইস্যু হতে পারে বলে অনেকের মত। আবার রাজনীতির ময়দানে নেমে বিজেপি এমন প্রচার শুরু করতে পারে, এই রাজ্যে সরস্বতী পুজোর জন্য ছুটি দেওয়া হয় না। এক্ষেত্রে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল বিরোধীদের হাতে নতুন করে কোনও অস্ত্র তুলে দিতে চায় না। আর সে কারণেই মনে করা হচ্ছে এই ছুটি ঘোষণা করা হল। প্রসঙ্গত, যদিও এই ছুটি নিয়ে সরকারিভাবে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।
আবার অনেকের ধারনা, ডিএ মামলা নিয়ে এমনিতেই অনেকটা পিছিয়ে আছে রাজ্য সরকার। এই ইস্যুতে সরকারি কর্মচারিদের রোষের মুখে রাজ্য সরকার। কিছুটা হলেও কর্মচারিদের খুশি করতে এই বাড়তি ছুটি ঘোষণা করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। তবে এই বাড়তি ছুটি ঘোষণার ফলে কর্মচারিরা ২৪ জানুয়ারি একটা ছুটি নিলেই টানা এক সপ্তাহের ছুটির আনন্দ উপভোগ করবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।