খোয়াই দ্বাদশ শ্রেণী সুকলে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ের মিড ডে মিলের গুদাম ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ খোয়াই শহরে থাকা বিদ্যা জ্যোতি প্রকল্পের একমাত্র সরকারি দ্বাদশ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মিড ডে মিলের গুদাম ঘরে চুরির ঘটনা সংঘটিত হলো রোববার রাতে৷ চোরের দল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নিয়ে যায় একটি ভর্তি গ্যাস সিলিন্ডার এবং একটি দামি মসলা তৈরীর মেশিন৷ চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার সকালে৷ সঙ্গে সঙ্গেই ঘটনা জানানো হয় খোয়াই থানায়৷ চুরির ঘটনাটি নিয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক রতন দেববর্মা জানান বিদ্যালয়ের যে কক্ষে মিড ডে মিলের খাবার তৈরি করা হয় সেই কক্ষটি অনেকটাই দুর্বল অবস্থায় রয়েছে৷ চোরের দল রোববার রাতে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে চুরির ঘটনাটি সংঘটিত করে৷ ইতিপূর্বেও এই বিদ্যালয়ের একটি মোটর, জলের টেপ ইত্যাদি যন্ত্রাংশ চুরি করে নিয়ে গিয়েছিল৷ প্রশ্ণ উঠচ্ছে বিদ্যা জ্যোতি প্রকল্পের অন্তর্গত এই সুকলে পর্যাপ্ত সংস্কারের অর্থ থাকার পরও জরাজীন মিড ডে মিলের কক্ষটি কেন সারাই করছে না বিদ্যালয় কর্তৃপক্ষ৷ বিদ্যালয়ের মিড ডে মিলের কক্ষের জানালা, দরজা এবং কক্ষটির যে অবস্থা সেটি দ্রুত সারাইয়ের দাবি উঠছে৷