দেশ প্রবাসী ভারতীয়দের ভালোবাসে এবং তাদের কৃতিত্বের জন্য গর্বিত: অনুরাগ ঠাকুর

ইন্দোর, ৮ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের ধারণা দিয়েছেন। সমগ্র দেশ প্রবাসী ভারতীয়দের ভালবাসে এবং সম্মান করে এবং তাদের কৃতিত্বের জন্য গর্বিত। রবিবার ইন্দোরে যুব প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধনী অধিবেশনে একথা বললেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেন, যারা ২০০ বছর ধরে আমাদের শাসন করেছে, তাদের হারিয়ে আমরা বিশ্বের পাঁচটি বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছি। ভারতীয় যুবকরা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ রাষ্ট্রতে পরিণত করেছে।

এদিন তিনি প্রবাসী ভারতীয় সম্মেলন আয়োজনে সম্মতি ও সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণ প্রবাসীরা তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছে, কিন্তু তাদের হৃদয়ে দেশ বাস করে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ড. জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ‘হামারা তো খুন কা রিশতা হ্যায়-পাসপোর্ট কা না’ প্রবাসী ভারতীয় সম্মেলনের ধারণাকে শক্তিশালী করেছে। আমরা প্রতি ২ বছর পর একটি পরিবার হিসাবে দেখা করি। স্বাধীনতার স্বর্ণযুগে অনুষ্ঠিত এই সম্মেলনে আসুন স্বাধীনতার ১০০ বছর অর্থাৎ ২০৪৭ সাল পর্যন্ত রোড ম্যাপ তৈরি করা যাক।

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী রাজ্যে প্রবাসী ভারতীয় সম্মেলনকে সর্বোত্তম শুভেচ্ছা ও সর্বোত্তম আতিথেয়তার সাথে স্বাগত জানানোর জন্য মুখ্যমন্ত্রী চৌহানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী রয়েছে। করোনার সময় ভারত ভ্যাকসিন ফ্রেন্ডশিপ এবং বন্দে ভারত মিশনের মাধ্যমে সারা বিশ্বে সদ্ভাব বিস্তার করেছে। দেশে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *