মুম্বই, ৮ জানুয়ারি (হি.স.) : রবিবার ভোরে হিঙ্গোলি জেলায় ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। জেলার ১৬ থেকে ১৮টি গ্রামে মৃদু কম্পনের খবর পাওয়া গেছে। এই তথ্য জানিয়েছে জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগ। এছাড়াও, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৩.৬ বলা হয়েছে।
এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ সোলা থেকে আথারা গ্রামের আশেপাশে হিঙ্গোলি জেলার বাসমত, আউন্ধা এবং কালামানুরি তালুকের এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ভোর সাড়ে ৪টার দিকে বসমত তালুকের ওয়াপাটি, কুপ্তি, পাংরা শিন্ডে, কালামানুরি তালুক, বোলদা, আউন্ধা তালুক, পিম্পলদারি, জালালদাভা, দুধলা প্রভৃতি গ্রামে ভূমিকম্পের খবর দিয়েছে প্রশাসন।

