ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। জয়ের হ্যাটট্রিক জামজুরির। উদয়পুরে অনূর্ধ্ব ১৫ লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে জোর কদমে। আজ, রবিবার অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে জামজুরি কোচিং সেন্টার ১৪২ রানের ব্যবধানে খিলপাড়া কোচিং সেন্টারকে পরাজিত করেছে। জামজুরির পক্ষে এটি জয়ের হ্যাটট্রিক হলেও আপাতত তারা পয়েন্ট তালিকায় রান রেটের কারণে দ্বিতীয় শীর্ষে রয়েছে। জামজুরিতে অনুষ্ঠিত ইন্দিরা ঘোষ স্মৃতি এই টুর্নামেন্টের খেলায় টস জিতে খিলপাড়া কোচিং সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে জামজুরি কোচিং সেন্টার সীমিত ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। কুয়াশাকীর্ণ সকালে ম্যাচ শুরুতে দেরি হওয়ায় ২ ওভার কমিয়ে নেওয়া হয়। দলের পক্ষে দ্বিপরাজ দাস অপরাজিত থেকে সর্বাধিক ৩৫ রান পায়। এছাড়া সৌরভ দে ২৯ রান ও কৃষাণ দাসের ২৮ রান উল্লেখযোগ্য। খিলপাড়া কোচিং সেন্টারের সুব্রত দে তিনটি এবং শ্রীধন দত্ত ও আমান রহমান দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে খিলপাড়া কোচিং সেন্টার ২২ ওভার ৩ বল খেলে ৪৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। জামজুরির দীপরাজ দাস একাই ছয়টি উইকেট তুলে নেয় মাত্র ৭ রানের বিনিময়ে। স্বাভাবিকভাবেই দ্বীপরাজ প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, সৌরভ দে দুটি উইকেট পেয়েছে।
2023-01-08