শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দিল এসটিজিটি উত্তীর্ণ বেকাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ দ্রুত ফল প্রকাশ ও একসঙ্গে নিয়োগের দাবিতে শিক্ষা মন্ত্রীর গাড়ি আটকে দিল এস টি জি টি কোয়ালিফাইড বেকাররা৷ শনিবার সকালে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বেকাররা একত্রিত হয়৷ রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে তারা৷ সেই সময় শিক্ষামন্ত্রী কোন এক অনুষ্ঠানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তাঁর গাড়ি আটকে দেয় বেকাররা৷ মন্ত্রী উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে আসেন৷ বেকারদের বলেন যে তাদের নিয়োগ সম্ভব নয়৷ কারণ এখনো তাদের পরীক্ষার ফলাফল বের হয়নি৷ পাশাপাশি এদিন বিকেলে মহাকরনে তাঁর সঙ্গে দেখা করতে বলেন বেকারদের৷