প্রয়াত অসমের প্ৰাক্তন মন্ত্ৰী প্রবীণ কংগ্রেস নেতা ডা. নজরুল ইসলাম

গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : চলে গেলেন অসমের প্ৰাক্তন ক্যাবিনেট মন্ত্ৰী তথা প্রবীণ কংগ্রেস নেতা ডা. নজরুল ইসলাম। আজ শনিবার (৭ জানুয়ারি) গুয়াহাটির হেলথ সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২:১৫ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন ডা. নজরুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন প্ৰাক্তন মন্ত্ৰী। এদিকে অসমের প্ৰাক্তন মন্ত্ৰী নজরুল ইসলামের মৃ্ত্যুর খবর শুনে গভীর মৰ্মাহত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, বৰ্ষীয়ান রাজনীতিবিদ ডা. নজরুল ইসলামের মৃত্য সংবাদ শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। দীৰ্ঘদিনের অভিজ্ঞতা সমৃদ্ধ ডা. ইসলাম সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্ৰে প্রচুর অবদান রেখে গেছেন। তাঁর পুণ্যাত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

গতকাল ৬ জানুয়ারি, তাঁর অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে গুয়াহাটির বেসরকারি হেলথ সিটি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছিল। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে আজ বেলা সোয়া বারোটায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে আজই প্রয়াত নেতার মরদেহ নগাঁওয়ে তাঁর নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নগাঁওয়েই সম্পন্ন হবে ডা. নজরুল ইসলামের জানাজা।

লহরিঘাট নির্বাচন কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক নজরুল ইসলাম তিনবার অসমের ক্যাবিনেট মন্ত্ৰী ছিলেন। প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ১৯৯৬ সালে। ছিলেন ২০২১ সাল পর্যন্ত। তরুণ গগৈয়ের আমলে স্বাস্থ্য এবং খাদ্য ও সরবরাহ দফতরের পরিষদীয় মন্ত্ৰী ছিলেন নজরুল ইসলাম। ২০০২ সালের ৭ জুন থেকে ২০১৬ সালের ২০ মে পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী ছিলেন প্রয়াত ডা. নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *