নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ পূর্বাশাকে জীবিত রাখার কোন ইচ্ছা ছিল না কর্মীদের মধ্যে৷ তৎকালীন সময়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থার কারনে এই মানসিকতা ছিল৷ শনিবার রাজধানীর এম বি বি সরণীস্থিত ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডেভলাপমেন্ট কর্পোরেশনের কমপ্লেক্সে টিএইচডিসিএল-র আরবান হাট এবং নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ডেভলাপমেন্ট কপর্োরেশনের চেয়ারম্যান বলাই গোস্বামী, বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ অন্যান্যরা৷ উদ্বোধনের পর নব নির্মিত প্রশাসনিক ভবন ও হাট পরিদর্শন করে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা৷
2023-01-07

