জয়নগরে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল, তৃণমূল কর্মীকে উইকেট দিয়ে মারধর

জয়নগর, ৭ জানুয়ারি (হি.স.) : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল বিধায়কের শ্যালকের পরিচিতদের বিরুদ্ধে অভিযোগের আঙুল। ঘটনাটি ঘটেছে শনিবার।

জানা গেছে, জয়নগর থানার দক্ষিণ বারাসতের এক তৃণমূল কর্মী প্রবীর মণ্ডলকে প্রকাশ্যে উইকেট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। প্রথমে তাঁকে জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি জটিল হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। আক্রান্ত প্রবীর মণ্ডল জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলের অনুগামী হিসাবে পরিচিত। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের শ্যালক তথা ব্লক তৃণমূল নেতা তুহিন বিশ্বাসের লোকেরা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ। প্রবীর মণ্ডল বলেন, “বিধায়কের ও তুহিনের গ্রুপের ছেলেরা মারধর করেছে। মুখ চিনি, নাম জানি না।”