গৌরনগরে গভীর জঙ্গলে উদ্ধার নাবালকের রক্তাক্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ গৌরনগর আরডি ব্লকের অধীনে খাওড়াবিল চৌদ্দ দেবতার মন্দিরের পাশে গভীর জঙ্গল থেকে উদ্ধার একই এলাকার বাসিন্দা রাঙ্কেল নমঃ নামে এক নাবালককের রক্তাক্ত মৃতদেহ৷  কে বা কারা পেটের মধ্যে ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যা করে জঙ্গলের মধ্যে  ফেলে রেখে যায়৷ জানা গেছে মাস দুয়েক পূর্বে রাঙ্কেল নমঃ নামে নাবালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ৷ ইরানি থানার পুলিশ তাকে গ্রেফতার করে৷ পরবর্তী সময় স্থান হয় ধর্মনগর জুবেনাইল হোমে৷ গত দুদিন আগে হোম থেকে পালিয়ে যায় নাবালক৷ পালিয়ে আসে নিজ বাড়িতে আসে বলে খবর৷  শুক্রবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরবর্তী সময় এলাকাবাসী রাতের দিকে খাওড়াবিল চৌদ্দ দেবতার মন্দিরের পাশে গভীর জঙ্গলে তার মৃতদেহ দেখে  হতভম্ব হয়ে পড়ে৷ তার মৃতদেহের পাশে একটি ধারাল অস্ত্র পাওয়া যায়৷  পরবর্তী সময় খবর পাঠানো হয় ইরানি থানায়৷ ঘটনাস্থলে ছুটে আসে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷  গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন৷  এখন দেখার বিষয় পুলিশি  তদন্তে কি রহস্য উন্মোচিত হয়৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷