এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড! বেঙ্গালুরু থেকে পাকড়াও অভিযুক্ত এস মিশ্র

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। গত ২৬ নভেম্বরের প্রস্রাব কাণ্ডে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম-শেখর মিশ্র। তার বাড়ি মুম্বইয়ে। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বেঙ্গালুরুতে গ্রেফতার করা হয়েছে শেখর মিশ্রকে, তাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। শনিবার তাকে আদালতে পেশ করা হবে।দিল্লিগামী বিমানে যৌন হেনস্থার শিকার হয়ে শেখরের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা। পুলিশের কাছে মহিলা অভিযোগ জানান, ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে শেখর মিশ্র নামে এক যুবক মত্ত অবস্থায় তাঁর সামনে যৌনাঙ্গ প্রদর্শন করে ও তাঁর গায়ে প্রস্রাবও করেন।

ঘটনাটি ঘটার পর বিমানের কর্মীরা তেমন কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ তাঁর। বিনা বাধায় যুবককে বিমান থেকে নামতে দেওয়া হয়। তার পর টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে সরাসরি চিঠি লেখেন ওই মহিলা। চিঠিতে তিনি জানান, গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন তিনি। ওই মহিলার বয়স ৭০-এর উপরে। অবশেষে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।