ত্রিপুরায় শতায়ু ভোটার রয়েছেন ৬৭৯ জন, পাঁচ বছরে মোট ভোটার বেঁড়েছে ২ লক্ষ ৪০ হাজার ৬৫ জন

আগরতলা, ৬ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় শতায়ু ভোটার রয়েছেন ৬৭৯ জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এই তথ্য সামনে এসেছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ত্রিপুরায় ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মোট ভোটার ছিল ২৫ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন। তাতে, পাঁচ বছরে ২ লক্ষ ৪০ হাজার ৬৫ জন ভোটারের বৃদ্ধি হয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন, মহিলা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৭ জন। এছাড়া নতুন ভোটারের তালিকায় প্রায় সাড়ে ১৩ হাজার ব্রু শরণার্থী রয়েছেন যাঁদের ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচনী জনসংখ্যার আনুপাতিক হার আগে ছিল ৬৪৭ জন। এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬৬। তেমনি এবার নতুন ভোটার নথিভুক্তির ক্ষেত্রে মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ অভিযানের ফলে এবার পুরুষের তুলনায় ১০৭৬৬ জন বেশি মহিলা ভোটার নথিভুক্ত হয়েছেন। এদিকে, আগে প্রতি হাজার পুরুষ ভোটারে মহিলা ভোটার ছিল ৯৮১ জন। এখন তা বেড়ে হয়েছে ৯৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আগে ছিল ৪৬ জন, এখন বেঁড়ে হয়েছে ৭৭ জন।

এদিকে, ত্রিপুরায় ২৫০৪টি স্থানে ৩৩২৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১০৩৪৪ জন সার্ভিস ভোটার রয়েছেন। কমিশনের দেওয়া তথ্যে জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় ১৮ থেকে ১৯ বছর বয়সী ৬৫০৪৪ জন নতুন ভোটার নথিভুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ 34৭০৪ জন, মহিলা ৩০৩২৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১২ জন ভোটার রয়েছেন। অন্যদিকে, ৩৬৬১ জন নতুন ভোটারদের নিয়ে ত্রিপুরায় মোট দিব্যাঙ্গন ভোটার রয়েছেন ১৭২৯৭ জন।কমিশনের দেওয়া তথ্যে আর জানা গিয়েছে, ত্রিপুরায় শতায়ু ভোটার রয়েছেন ৬৭৯ জন এবং ৮০ বছরের উর্দ্ধে ভোটারের সংখ্যা ৩৮০৩৯ জন।