বুনিয়াদপুর, ৬ জানুয়ারি (হি. স.) : প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে । বৃহস্পতিবার রাতে বুনিয়াদপুর নেতাজি নগরের ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার ময়নাতদন্তের জন্য দেহ বালুরঘাটে পাঠিয়েছে বংশীহারি থানার পুলিশ।
মৃত শিক্ষকের নাম শান্তনু মুখোপাধ্যায় (৫১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি বুনিয়াদপুর পুরসভার আলিগাড়া প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষকের পদে কর্মরত ছিলেন। পুর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে তাঁর নিজস্ব বাড়ি ছিল। লটারির নেশায় দেনায় জর্জরিত হয়ে সেই বাড়ি বিক্রি করে বুনিয়াদপুর নেতাজি নগরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। দেনা শোধ করতে না পারায় বেশ কিছুদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন ওই শিক্ষক। এদিন বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিন ময়নাতদন্তের পর দেহ তুলে দওয়া হবে পরিবারের হাতে।

