নারী অধিকার নিয়ে সোচ্চার হল নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ শুক্রবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়৷ পতাকা উত্তোলনের পর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পরিভাষায় যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানো হয়৷ আজকে কর্মসূচি থেকে শপথ নেওয়া হয় পশ্চিমী সংসৃকতি দ্বারা আর নারীরা আক্রান্ত হবে না এবং সমাজে কোনভাবে পিছু হাটবে না৷ সার্বিক বিকাশের জন্য নারীরা সমান অধিকার নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে জানান উপস্থিত সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা মিনতি বিশ্বাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *