বিশ্বনাথের জিনজিয়া মাদুরালিতে স্বামীর হাতে পত্নী খুন

বিশ্বনাথ (অসম) ৫ জানুয়ারি (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত জিনজিয়ার মাদুরালিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মদ্যপ স্বামীর হাতে খুন হয়েছেন নিজের পত্নী। অবৈধ চুলাই মদ যেন কাল হয়ে দাঁড়িয়েছে সীতারাম গোড় এবং মীরা গোড়ের পরিবারে।

ঘটানটি ঘটেছে গতকাল বুধবার গভীর রাতে। চুলাই মদ খেয়ে বুঁদ সীতারাম ঘরে ঢুকে। মাতাল সীতারামের সঙ্গে কোনও কারণে স্ত্রী মীরার কথা কাটাকাটি শুরু হয়। ঝগড়া করতে গিয়ে মেজাজ হারিয়ে হঠাৎ হাতে কুড়োল তুলে তা দিয়ে কোপ বসিয়ে দেয় নিজের স্ত্রী মীরা গোড়ের ওপর।

ঘটনার খবর পেয়ে জিনজিয়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে পত্নীহন্তা স্বামী সীতারামকে আটক করার পাশাপাশি মীরা গোড়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিহালি হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে খুনের মামলা রুজু করে সীতারাম গোড়কে গ্রেফতার করেছে পুলিশ।