নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ এস টি জি টি পরীক্ষা গ্রহণ করে এখন চাকরি প্রদান করতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অনীহা দেখাচ্ছেন৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন এস টি জি টি পরীক্ষার্থীরা৷ তাদের বক্তব্য রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য ছয় হাজার শূন্যপদ রয়েছে৷ কিন্তু শূন্য পদগুলি পূরণ করার জন্য শিক্ষামন্ত্রী কোন ভূমিকা নিচ্ছেন না এবং ফলাফল ঘোষণা করছেনা টি আর বি টি৷ অর্থ দপ্তরের অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রী ফাইল রিভিউ করছেন৷ কিন্তু এখন রিভিউ -এর কারণে ২৩০ জনের যে শূন্য পদ ছিল সেটাও বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা৷ মন্ত্রী এ ধরনের ভূমিকা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে আরো জানান মন্ত্রীর এ ধরনের ভূমিকার জন্য তাদের প্রতিনিয়ত আন্দোলন করে যেতে হবে৷
2023-01-05

