দরঙের ধুলায় ড্রাগস সহ দুই পাচারকারী গ্রেফতার

দরং (অসম),৫ জানুয়ারি (হি.স.) : দরং জেলার অন্তর্গত ধুলায় ড্রাগস সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। চালনিকুচি এলাকায় গতকাল মধ্যরাতে এএস ২৭ ই ৪১৬২ নম্বরের একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ড্রাগস বাজেয়াপ্ত করেছে ধুলা থানার পুলিশ।

এর সঙ্গে ড্রাগস কারবার ও পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় মোটর সাইকেলের চালক সহ আরোহীকে। পুলিশের হাতে ধৃত দুই ড্রাগস পাচারকারীকে দরঙের ভেরভেরি বিল এলাকার হানিফ আলি এবং ইয়ার আলি বলে পরিচয় পাওয়া গেছে।

ধৃত দুই মাদক পাচারকারীর হেফাজত থেকে ড্রাগস ভরতি কয়েকটি কন্টেইনার বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে বাজেয়াপ্তকৃত ড্রাগসগুলির পরিমাণ এবং এগুলির বাজারমূল্য জানা যায়নি।