বৃদ্ধাশ্রমের আবাসিকদের শীতবস্ত্র দিল রিপসেট এর ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারী৷৷ রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিটিক্যাল অ্যান্ড টেকনোলজি অর্থাৎ রিপসেটের ছাত্র-ছাত্রী ও অধ্যক্ষের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বড়জলাস্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমের বৃদ্ধ আবাসিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়৷ এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপসেটের অধ্যক্ষ ডক্টর শুভকান্ত দাস, আপনা ঘর বৃদ্ধাশ্রম পরিচালন কমিটির সম্পাদক, সভাপতি সহ অন্যান্যরা৷ রিপসেটের অধ্যক্ষ ও ছাত্র-ছাত্রীরা এইদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে শিতের চাদর তুলে দেন৷