ধুবড়ি (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : এক স্কুল ছাত্রের মৃত্যুর সংক্রান্ত ঘটনার দ্বিতীয় দিনও উত্তপ্ত ধুবড়ি জেলার গৌরীপুর। স্কুল ছাত্রের হত্যাকারীকে ফাঁসির দাবিতে মৃতদেহ সামনে রেখে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধে বসেন প্রতিবাদী জনতা।
উল্লেখ্য, গতকাল বুধবার নিজের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয় ১৪ বছরের স্কুলছাত্র মফিজুল ইসলামকে। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেফতার করেনি। যার দরুন আজ বৃহস্পতিবার খুনিকে গ্রেফতার করার দাবি এবং পুলিশের শিথিল ভূমিকার প্রতিবাদে নামেন স্থানীয়রা।
গৌরীপুরের খামার গ্রামের ফিরদৌস, সাহান, নাজির, সুলেমান এবং বড়বাবু নামের পাঁচ ব্যক্তির নামে মৃতের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানার খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

