আগরতলা, ৪ জানুয়ারি (হি. স.) : অবিলম্বে চাকুরীর দাবিতে ফের উপমুখ্যমন্ত্রীর দ্বারস্ত হয়েছেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। তাঁদের দাবি, নিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্থ দপ্তর থেকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। নইলে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।
প্রসঙ্গত, একত্রে নিয়োগের দাবিতে গত কয়েক মাস যাবৎ একের পর এক মন্ত্রীর দরজায় কড়া নাড়ছেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। কিন্তু তাঁদের দাবি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই তাঁরা বুধবার ফের উপ-মুখ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়তে যান। এদিন তাঁরা উপ-মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে তাঁদের নিয়োগের আবেদন জানিয়েছেন।
শুধু তাই নয়, নিয়োগ সংক্রান্ত ফাইল শিক্ষাদপ্তর থেকে অর্থদপ্তরে পাঠানো হয়েছে তার অনুমোদনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার অনুরোধও জানিয়েছেন। কিন্তু উপমুখ্যমন্ত্রী তাঁদের সাফ জানিয়েছেন, অর্থ দপ্তরের নিকট এধরনের নিয়োগ সংক্রান্ত কোনো ফাইল আসেনি, তাই তিনি এ-বিষয়ে কিছু বলতে পারছেন না। এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীদের বক্তব্য, পরীক্ষা শেষ হয়ে চার মাস অতিক্রম হলেও তাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না। অর্থ দপ্তর অনুমোদন দিলে শিক্ষা দপ্তর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলে তবেই টিআরবিটি ফল প্রকাশ করবে। তাই আজ উপমুখ্যমন্ত্রী নিকট ইতিবাচক আশ্বাস না পেয়ে তাঁরা দুই থেকে তিনদিনের মধ্যে বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন।