কলকাতা, ৪ জানুয়ারি (হি. স.) : “বিজেপি সাংসদ আছে, বেছে বেছে এরকম এলাকায় বারবার বন্দে ভারতে পাথর মারা হচ্ছে কেন? প্রথমবার বাজে লোকের দুষ্টুমি মনে হয়েছিল। এখন মনে হচ্ছে সুপরিকল্পিত ভাবে বাংলায় বন্দে ভারত বন্ধ করার চেষ্টা হচ্ছে। রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে।”
বন্দে ভারত প্রসঙ্গে বুধবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, রেলের পাশাপাশি স্থানীয় পুলিশের উচিৎ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কাদের উস্কানিতে হচ্ছে খতিয়ে দেখা উচিৎ। রেল জাতীয় সম্পদ। এর ক্ষতি মানে দেশের ক্ষতি। যদি বিজেপির কেউ করে, তাকেও বলব না করতে।
এটা কি জয় শ্রীরামের বদলা? সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, শ্রীরাম কে যারা বদনাম করতে চায়, তারা জয় শ্রীরাম বলেছে। তার সঙ্গে এই ঘটনার কি সম্পর্ক? কিছু লোক আছে যারা ভালো জিনিস নষ্ট করে আনন্দ পায়।
কেন্দ্রীয় শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুভাষ সরকার যে মন্তব্য করেছেন বন্দে ভারতে পাথর ছোড়া প্রসঙ্গে তা নিয়ে মেয়র বলেন, সুভাষ সরকারের দেরিতে হলেও বুদ্ধি খুলেছে। তাই তিনি বলেছেন সিআইডি রাজ্য পুলিস দিয়ে বন্দে ভারত কাণ্ডের তদন্ত করাতে।