নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): রুটিন চেকআপের জন্য দিল্লির হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া। সেই সময় মায়ের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। সূত্রের খবর, রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী।
সূত্রের খবর, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। এছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যা তাঁর থাকতে পারে। তাই মেয়ের সঙ্গে বুধবার গঙ্গা রাম হাসপাতালে যান সোনিয়া। রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।