১৪ দিন ধরে নিখোঁজ শিলচরের রাধামাধব কলেজের ছাত্র, আত্মহত্যার হুমকি বাবার

শিলচর (অসম) ৪ ডিসেম্বর (হি.স.) : ১৪ দিনের ধরে নিখোঁজ কাছাড় জেলা সদর শিলচর শহরে অবস্থিত রাধামাধব কলেজের ছাত্র। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা সত্ত্বেও এতদিনেও ছেলের খোঁজ বের করতে পারেনি পুলিশ। এদিকে শীঘ্র ছেলের সন্ধান না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তার বাবা।

জানা গেছে, গত ২১ ডিসেম্বরে শহরের বিলপার রোডে টিউশনে গিয়ে আর বাড়ি ফেরেনি রাধামাধব কলেজের বি.কম অনার্সের প্রথম বর্ষের ছাত্র সুরজ ভর। শিলচরের আশ্রম রোডের নসিব আলি লেনে পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া ঘরে বসবাস করেন সুরজের বাবা বন বিভাগের কর্মচারী সত্য ভর। ছেলের খোঁজে বেজায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সকলে।আজ বুধবার শিলচরে সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন সত্য ভর। তিনি জানান, ঘটনার পরের দিন থানায় ছেলের নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যার দরুন গত কয়েক দিন ধরে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন। প্রশাসনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, যদি কাছাড় জেলার প্রশাসন তার ছেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে ব্যর্থ হয় তা-হলে তিনি বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেবেন। বিষয়টি তিনি সংবাদ মাধ্যমের দ্বারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নিখোঁজ ছেলের কেউ কোনও সন্ধান পেলে ৭০৯৯২৫৩৮৭৪ / ৭০৯৯৯৭৪৮১ মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সত্য ভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *