গার্হস্থ্য হিংসা নিয়ে মহিলা কমিশনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷  জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সেমিনার অনুষ্ঠিত হয়৷ ‘‘ত্রিপুরা রাজ্য গার্হস্থ্য সহিংসতার হুমকি কাটিয়ে উঠছে’’-এই বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়৷
এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, মহিলা কমিশনের সদস্যা অস্মিতা বণিক, ডালিয়া সিনহা সহ অন্যান্যরা৷ প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে সেমিনারের সূচনা করেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ সেমিনারে রাজধানীর বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ এক সাক্ষাৎকারে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী জানান গার্হস্থ্য সহিংসতাকে কমিয়ে আনার লক্ষ্যে এইদিনের সেমিনারের আয়োজন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *