আজ সন্ধ্যায় পালিতে ১৮তম জাতীয় জাম্বুরির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পালি (রাজস্থান), ৪ জানুয়ারি (হি.স.): বুধবার সন্ধ্যায় রোহাতের কাছে নিম্বলি ব্রাহ্মণে ১৮ তম জাতীয় জাম্বুরির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । বিকেল চারটায় তিনি এখানে পৌঁছাবেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর মন্ত্রী পরিষদের একাধিক সদস্য।

আজ ৪ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলা এই জাম্বুরিতে ৩৫ হাজার স্কাউট ও গাইড অংশ নিচ্ছে। ৪০০ জন বিদেশী অংশগ্রহণকারীও এই জাম্বুরিতে অংশ নিতে পৌঁছেছেন। জাতীয় জাম্বুরীতে অংশ নিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে ১৪ হাজার স্কাউট গাইড এসেছে।
রাজ্যের স্কাউটস অ্যান্ড গাইডস কমিশনার নিরঞ্জন আর্য জানিয়েছেন, সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে বিমান বাহিনীর সূর্য কিরণ বিমান তাদের পারফরম্যান্স দেখাবে। ১৮ তম জাতীয় ভারত স্কাউট গাইড জাম্বুরীর এই অনুষ্ঠানটি যোধপুর বিভাগের পালি জেলার জাতীয় সড়ক ৬২-এ অবস্থিত রোহাতের নিম্বলি ব্রাহ্মণ গ্রামে আয়োজিত হচ্ছে।

২২০ হেক্টর বিস্তীর্ণ মাঠে ৩৫২০টি তাঁবু স্থাপন করা হয়েছে। জাম্বুরীতে স্কাউট গাইডদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য আখড়াটি নির্মাণ করা হয়েছে। এতে ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। এর আগে ১৯৫৬ সালে রাজস্থানে জয়পুরে ২৭ থেকে ৩১ ডিসেম্বর জাম্বুরির আয়োজন করা হয়েছিল। এখন ৬৭ বছর পর রাজস্থান আবার ১৮ তম জাতীয় ভারত স্কাউট গাইড জাম্বুরি আয়োজন করার সুযোগ পেয়েছে। এ জন্য সরকার ২৫ কোটি টাকা বাজেট দিয়েছে। জাম্বুরির থিম হল ‘শান্তিপ পথে অগ্রগতি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *