নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসকদের সরকারী আবাসের আনুষ্ঠানিক ফলক উন্মোচন হলো বুধবার৷ বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় এর হাত ধরে এই ফলক উন্মোচিত হয়৷ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে চিকিৎসকদের সরকারি আবাসের ফলক উন্মোচন সহ আরো দুইটি উদ্বোধনের অনুষ্ঠান হয় বুধবার বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে৷ এই মহতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার, তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা সহ অন্যান্যা৷ এদিনের এই মূল অনুষ্ঠানটি হয় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বিধায়িকা কল্যাণী রায় এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন৷ মূলত চিকিৎসকদের সরকারি আবাসের উদ্বোধনের পাশাপাশি এদিন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্যাটেলাইট ও.এসটি সেন্টার এবং লিংক এ.আর.টি সেন্টার শুভ দ্বার উদঘাটন এবং এর শুভ সূচনা করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী রায়ের মূল্যবান ভাষনে তিনি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্যাটেলাইট ও.এসটি সেন্টার এবং লিংক এ.আর.টি সেন্টার তেলিয়ামুড়া হাসপাতালে তৈরি করার অনুমতি দেওয়ায় জন্য বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন৷ তার পাশাপাশি তিনি দুইটি সেন্টারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে বেরিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন এই দুটি গুরুত্বপূর্ণ সেন্টার তৈরি হওয়ার কারণে তেলিয়ামুড়া এলাকার জনগণ বিশেষ করে যারা ড্রাগস এর নেশায় আসক্ত এবং এইচ.আই.ভি পজেটিভ রোগীরা রয়েছেন তারা বিনামূল্যে ওষুধ পাবেন এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়৷
2023-01-04