সি ভি আনন্দ বোসকে বাড়তি নিরাপত্তা, জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা পাচ্ছেন বঙ্গের রাজ্যপাল

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। এবার থেকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গোটা দেশে তিনি যেখানেই যাবেন তাঁকে সর্বদা নিরাপত্তা দেবে সিআরপিএফ-এর জওয়ানরা।

কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। যদিও সেই বিক্ষোভকে খুব একটা বেশি আমল দেননি তিনি। তবে তাঁর নিরাপত্তা যেন কোনও বিঘ্ন না ঘটে তাই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্র নিযুক্ত কমিটির সদস্য ছিলেন। তাই তার উপর হামলার ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কা রয়েছে গোয়েন্দাদের। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় রাজ্যপালের সঙ্গে সর্বদা থাকবে ৩৫-৪০ জন জওয়ান।