বেসরকারিকরণের বিরুদ্ধে ৮৬ হাজার বিদ্যুৎ কর্মীর তিন দিনের ধর্মঘট মহারাষ্ট্রে

মুম্বই, ৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রে বিদ্যুৎ বিভাগের বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছে বিদ্যুৎ বিভাগের ৩১টি সংগঠনের কর্মীরা। এর জেরে মুম্বই শহরতলির, থানে, নাগপুর-সহ সাতটি জেলায় বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানির পরিচালক বিশ্বাস পাঠক জানান, হঠাৎ করে বিদ্যুৎ শ্রমিকদের ধর্মঘটের কারণে সেবা ব্যাহত হয়েছে। এ কারণে ধর্মঘটে যাওয়া কর্মচারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গিয়েছে, জানুয়ারি থেকে থানে, মুলুন্ড, ভান্ডুপ, নভি মুম্বই, বেলাপুর, পানভেলে আদানি ইলেকট্রিসিটি কোম্পানিকে বিতরণ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে রাজ্যের ৮৬ হাজার বিদ্যুৎ কর্মী, ইঞ্জিনিয়র, অফিসার, কর্মী এবং ৪২ হাজার চুক্তি কর্মী বিক্ষোভ করেছেন। এর জেরে রাজ্য জুড়ে পাওয়ার গ্রিড ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। ৩১টি প্রতিষ্ঠানের কর্মীরা ধর্মঘটে অংশ নিয়েছেন। তবে, ধর্মঘটের সময় রাজ্যের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করেছে। বিদ্যুৎ কর্মচারীদের শুরু হওয়া আন্দোলনে তাদের কোনো অর্থনৈতিক দাবি নেই। তাদের দাবি, পুঁজিপতিদের কাছে বিক্রি করা উচিত নয়। মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ কর্মচারী, ইঞ্জিনিয়র, অফিসার সংগ্রাম সমিতি দাবি করেছে যে পুঁজিপতিরা মুনাফা অর্জনের লক্ষ্যে বিদ্যুৎ পরিষেবাতে প্রবেশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *