লাতেহার, ৪ জানুয়ারি (হি. স.) : ঝাড়খন্ডের মানিকা থানার অন্তর্গত দেবর মোড়ের কাছে একটি ট্রাক ও গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় গাড়ি চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় গাড়িতে থাকা পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। মৃত ব্যক্তির নাম নগেন্দ্র যাদব (৩৪)। তিনি লাতেহার জেলার মোহনপুরের বাসিন্দা। আহতদের মধ্যে ধর্মেন্দ্র ওরাওঁ, পরমেশ্বর ভূঁইয়া, রাজমুনি দেবী, সন্তোষ ভুঁইয়া এবং ৫ বছরের মেয়ে পাকো কুমারী রয়েছে। আহতরা সবাই তাসু গ্রামের বাসিন্দা
জানা গেছে, তাসু গ্রামের শ্রমিকদের নিয়ে নগেন্দ্র যাদব তার গাড়িতে করে দেহরির দিকে যাচ্ছিলেন। এদিকে, ঘন কুয়াশার কারণে দেবর মোডের কাছে একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের লাতেহার সদর হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার নগেন্দ্র যাদবকে মৃত ঘোষণা করলেও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য রাঁচি রিমস-এ রেফার করা হয়।