ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। টাইটান্স-কে হারিয়ে রাইডার্সের দারুন চমক। বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লিগে দিনের প্রথম খেলায় সেরা অঘটন। ইউনাইটেড নর্থ রাইডার্স পাঁচ রানের ব্যবধানে রোমাঞ্চকর ভাবে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্সকে। মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে দিনের প্রথম খেলায় সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস দিতে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ইউনাইটেড নর্থ রাইডার্স ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সীমিত কুড়ি ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স পাঁচ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতেই ২০ ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ঋজু সাহা অপরাজিত ভূমিকায় ৫৩ সংগ্রহ করলেও অন্যদের একটু ব্যর্থতায় জয় সম্ভব হয়নি। অপরদিকে ইউনাইটেড রাইডার্স এর শিউলি চক্রবর্তী ৪০ বল খেলে ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৫০ রান এবং প্রিয়া সূত্রধরের একুশ রান উল্লেখযোগ্য। টাইটান্সের নিকিতা সরকার এবং সুলক্ষণা রায় দুটি করে উইকেটও পেয়েছিল। শিউলি পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2023-01-03