লামডিঙে কিশোরী গৃহ পরিচারিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার এক

লামডিং (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : লামডিংয়ে রহস্যজনক অবস্থায় এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায চাঞ্চল্য দেখা দিয়েছে। আত্মহত্যা না–হত্যা, এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। গত ৩১ ডিসেম্বর রাতে স্থানীয় বালুনালা স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের সরকারি বাসগৃহ থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের সিএসও, ডা. নীলম পাগা, সরকার কর্তৃক প্রদত্ত সরকারি বাড়িতে চিকিৎসক থাকার পরিবর্তে একজন শিক্ষিকা সেই বাসগৃহ ব্যবহার করছিলেন। অভিযোগ ছিল বালুনালা চাংলুজ নিউ হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষিকা স্মিতা শর্মা ডা. নীলম পাগার সঙ্গে যোগসাজশে তিন বছর ধরে বেআইনিভাবে বাড়িটি দখল করে আসছিলেন।

তিন বছর আগে স্মিতা শর্মা গ্রামের এক কিশোরকে তার ঘরে গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ করেন। পুলিশি তদন্তে জানা গেছে, ওই শিক্ষিকা কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। শারীরিক নির্যাতনের পর গৃহপরিচারিকা এই চরম পথ নিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। লামডিং থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে গোটা বিষয়টি আত্মহত্যা না–কি হত্যা তা ময়না তদন্তের পর পরিষ্কারভাবে বোঝা যাবে।

অন্যদিকে মৃত গৃহপরিচারিকা অভিভাবকের পক্ষ থেকে লামডিং থানায় ঘটনা সম্পর্কে এজাহার দায়ের করা হয়। লামডিং পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষিকাকে আজ সোমবার গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের সিএসও এবং আবাসনের মালিক ডা. নীলম পাগারকে। তবে মানবতার খাতিরে মহিলাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছেন বলে পুলিশের কাছে মন্তব্য করেছেন তিনি।