জয়পুর, ৩ জানুয়ারি (হি.স.): রাজস্থানে দু’দিনের সফরে জয়পুরে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে জয়পুর বিমানবন্দরে পৌঁছন রাষ্ট্রপতি, সেখানে রাজস্থান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
রাষ্ট্রপতি হওয়ার পর রাজস্থানে এটি প্রথম সফর দ্রৌপদী মুর্মুর, তাই তাঁকে গার্ড অফ অনারে অভিবাদন জানায় রাজস্থান সরকার। এদিন সকালে সকালে রাজভবনে সংবিধান উদ্যান পার্কের শিলান্যাস করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কালরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বুধবার রাজস্থানের পালিতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি।