সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে নির্বাচন কমিশনের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৩- কে সামনে রেখে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের  উদ্যোগে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ মূলত বৈদ্যুতিন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ এই কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষা জেন মগ, এস বন্দ্যোপাধ্যায়, তথ্য ও সংসৃকতি দপ্তরের অতিরিক্ত অধিকর্তা দেবাশীষ নাথ৷  অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উসাজেন মগ জানান নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ৷ এক্ষেত্রে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ গণতন্ত্রকে মজবুত করতে গেলে সকলের অবগত থাকা প্রয়োজন কি রয়েছে তাতে৷  নির্বাচনী কাজে যারা যুক্ত তাদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে৷ এদিনের প্রশিক্ষণে ইভিএম এবং ভিভি প্যাট এর কাজগুলি হাতে কলমে অবগত করা হয় সাংবাদিকদের৷