অন্য মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত দমকল কর্মীকে ভাড়া বাড়িত গিয়ে ধরল স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ সামাজিক ব্যভিচার দিনের পর দিন বেড়েই চলেছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগর সাহা পাড়ার বাসিন্দা সরকারি কর্মচারী এক ব্যক্তি  স্ত্রী কন্যাকে বাড়িতে রেখে অপর এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে ভাড়া বাড়িতে বসবাস করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷  পশ্চিম মহিলা থানার অন্তর্গত মিলন সংঘ এলাকায় স্বামীর অবৈধ সম্পর্ক ধরে ফেলেন স্ত্রী৷ অভিযুক্ত স্বামীর নাম বিশ্বজিৎ মালাকার৷ পেশায় সরকারি কর্মচারী তিনি অগ্ণি নির্বাপক দপ্তরে কর্মরত৷ বর্তমানে করবুক ফায়ার স্টেশনে কর্মরত৷ বাড়ি যোগেন্দ্রনগর সাহা পাড়ায়৷ বাড়িতে স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে৷ স্ত্রী ও কন্যা সন্তান থাকা সত্ত্বেও বিশ্বজিৎ মালাকার নামে অগ্ণি নির্বাপক দফতরে কর্মরত ওই ব্যক্তি অপর এক মহিলার প্রেমের ফাঁদে পড়ে তাকে বিয়ে করে মিলন সংঘ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতে শুরু করে৷ খবর পেয়ে প্রথম পক্ষের স্ত্রী ভাড়াবাড়িতে গিয়ে তার স্বামী ও অবৈধভাবে বিয়ে করে বসবাস করা মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন৷ তাতে হট্টগোল শুরু হয়৷ খবর পাঠানো হয় আগরতলা পশ্চিম মহিলা থানায়৷ খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে ছুটে যায় এবং অবৈধ সম্পর্কের জড়িয়ে বিয়ে করা মহিলা ও বিশ্বজিৎ মালাকারকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ৷ প্রতারিত গৃহবধূ স্বামীর কাছ থেকে ন্যায্য অধিকার ও কন্যা সন্তানের যাবতীয় ভরণ পোষণ দাবি করেছেন৷ স্ত্রীকে আগাম কোন কিছু না জানিয়ে এবং আইনি কোন সুরাহা না করে অপর এক মহিলাকে বিয়ে করার ঘটনায় জড়িত বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রথম পক্ষের স্ত্রী৷ তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে স্বামীর বিরুদ্ধে লিখিতভাবে কোন অভিযোগ দায়ের করেননি বলে জানা গেছে৷ সরকারি চাকরিরত ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *