চণ্ডীগড়, ২ জানুয়ারি (হি.স.): সোমবার সন্ধ্যায় চণ্ডীগড়ে পঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীদের ভাগ করা হেলিপ্যাডের কাছে একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে পুলিশের নিরাপত্তায় বড় ধরনের ত্রুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বোমা উদ্ধারের কিছুক্ষণ আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে রওনা হয়েছিলেন।
হরিয়ানা ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীদের বাসভবনের কাছে রাজেন্দ্র পার্কে চণ্ডীগড়ে একটি সাধারণ হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এই হেলিপ্যাডে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপাল ও ভিভিআইপিদের হেলিকপ্টার যাতায়াত করে।
সোমবার সন্ধ্যায় পার্কে ঘোরাফেরা করা এক ব্যক্তি বোমার মত একটি সন্দেহজনক বস্তু দেখে চণ্ডীগড় পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। তদন্তে দেখা গেছে, সন্দেহজনক বস্তুটি একটি তাজা বোমা। ঝোপের মধ্যে যে জায়গায় বোমাটি পাওয়া গেছে সেটি মুখ্যমন্ত্রী ও ভিআইপি হেলিপ্যাডের খুব কাছে।
এই ঘটনার পর চণ্ডীগড়, পঞ্জাব ও হরিয়ানার শীর্ষ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ বাহিনীর বোমা ডিসপোজাল স্কোয়াডকে ডেকে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

