হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

চণ্ডীগড়, ১ জানুয়ারি (হি.স.) : এক মহিলা কোচের অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড় পুলিশ হরিয়ানার ক্রীড়া মন্ত্রী সন্দীপ সিংকে যৌন হেনস্থা এবং অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগে এফআইআর রুজু করেছে বলে

রবিবার পুলিশ জানিয়েছে। শনিবার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যিনি ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়কও।
এদিন এক পুলিশ মুখপাত্র জানিয়েছেন, “হরিয়ানার এক মহিলা কোচের অভিযোগের ভিত্তিতে ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে আইপিসির ৩৫৪, ৩৫৪এ, ৩৫৪বি, ৩৪২, ৫০৬ ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশি তদন্ত করা শুরু হয়েছে।”