ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর।। স্টার্সের জয়জয়কার। ওয়ারিয়র্সকে হারিয়ে স্টার্স সুপার ফোরের লক্ষ্যে এগুচ্ছে। মেলাঘরের শহিদ কাজল স্মৃতি ময়দানে টিসিএ আয়োজিত বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি ফিরতি লীগের খেলা চলছে। প্রথম লীগের মতো দ্বিতীয় সাক্ষাতেও সিপাহীজলা স্টারস পরাজিত করেছে ধলাই ওয়ারিয়র্সকে। প্রথম সাক্ষাতে ৫০ রানে স্টার্স জয়ী হলেও আজ দ্বিতীয় লড়াইয়ে সিপাহীজলা স্টার্স ৩৬ রানে ধলাই ওয়ারিয়র্স-কে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় খেলায় টস জিতে সিপাহীজলা স্টার্স প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুপ্রিয়া দাসের ৪১ রান এবং নিকিতা দেবনাথের অপরাজিত ৩৯ রান উল্লেখ করার মতো। জবাবে ব্যাট করতে নেমে ধলাই ওয়ারিয়রসের প্রিয়াঙ্কা আচার্য অপরাজিত ভূমিকায় ৭০ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। চার উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতেই ২০ ওভার ফুরিয়ে যায়। সুপ্রিয়া পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।
2022-12-31