পেলের মৃত্যুতে ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

সাও পাওলো, ৩০ ডিসেম্বর (হি.স.) : বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা পেলের জীবনাবসান। এই দুঃসংবাদের পর পুরো ফুটবল বিশ্ব শোক বিরাজ করছে। ব্রাজিলের এই কিংবদন্তির প্রয়াণে সবচেয়ে বেশি শোকাচ্ছন্ন হয়েছে তার দেশ ব্রাজিলই। লাতিন আমেরিকার এই দেশটিকে তিনবার বিশ্বকাপ জেতানোর এই নায়কের বিদায়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার।

২৯ নভেম্বর, বৃহস্পতিবার (ব্রাজিলের সময় অনুযায়ী) গভীর রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিরনিদ্রার দেশে চলে পাড়ি দিয়েছেন এডসন আরান্তেস দি নাসিমেন্তো । ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

কিংবদন্তির প্রয়াণের পর ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট এক আবেগঘন বার্তায় বলেন, আমার জীবনের বড় পাওয়া, আমি পেলেকে খেলতে দেখেছি, পাচায়েম্বু ও মোরুম্বিতে তাকে জীবন উপভোগ করতে দেখেছি, যা আজকের তরুণ ব্রাজিলরা পায়নি। পেলের খেলা, না। আমি দেখতাম, পেলেকে মাঠে একটা দারুণ শো উপহার দিত। কারণ, যখন সে বল পেত, সবসময়ই বিশেষ কিছু করত, যা প্রায় সময়ই গোল দিয়ে শেষ হতো।’ এই বার্তার কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানায় ব্রাজিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *