প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী প্রয়াত, চোখের জলে বিদায় জানালেন পরিজনরা

আহমেদাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ চিকিৎসা চলাকালীন আহমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এন্ড রিসার্চ সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী।

বার্ধক্যজনিত অসুস্থতায় আহমেদাবাদের ইউ এন মেহতা হার্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বৃহস্পতিবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রধানমন্ত্রীর মায়ের সুস্থতার জন্য মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপও করেন বহু মানুষ। প্রিয়জনদের শোকস্তব্ধ করে শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে প্রধানমন্ত্রীর মায়ের।

মায়ের মৃত্যুতে ব্যথিত প্রধানমন্ত্রী। এক টুইট বার্তায় তিনি জানান, “১০০ বছরের একটি দুর্দান্ত যাত্রা শেষ হয়েছে। আমি মায়ের মধ্যে তিনটি গুণের সাক্ষী হয়েছি, একজন তপস্বী (সাধু), একজন নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি নিবেদিত জীবন।” মায়ের মৃত্যুর দুঃসংবাদ পাওয়ার পরই দিল্লি থেকে আহমেদাবাদে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের হাসপাতাল থেকে গান্ধীনগরের বাড়িতে নিয়ে আসা হয় শতায়ু হীরাবেন মোদীকে, সেখানে শায়িত রাখা হয় প্রধানমন্ত্রীর মায়ের মরদেহ। বাড়িতেই পৌঁছেই মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। কিছু সময় পর মায়ের দেহ কাঁধে নিয়ে শ্মশানের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী-সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *