মাতৃহারা মোদীকে সমবেদনা জানিয়ে টুইট পাকিস্তান–নেপালের প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি. স.) : মাতৃহারা মোদীকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই টুইটে পাক প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মাকে হারানো এক অপূরণীয় ক্ষতি। অন্য কোনও ক্ষতির সঙ্গে তার তুলনা চলে না। মাতৃহারা প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে সমবেদনা জানাচ্ছি।’

অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল শোক প্রকাশ করেছেন এবং বলেছেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় মা হীরাবেনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের মুহুর্তে, আমি প্রধানমন্ত্রী মোদী এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং প্রয়াত আত্মার শান্তি কামনা করছি। নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমোয়ো কিশিদা।

প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ আমদাবাদের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল একশো। গত মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শতায়ু হীরাবেনকে আমদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়। মায়ের অসুস্থতার খবর পেয়েই দিল্লি থেকে আমদাবাদে উড়ে গিয়েছিলেন মোদি। যদিও হাসপাতালের চিকি‍ৎসকরা জানিয়েছিলেন, হীরাবেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়। মায়ের মৃত্যুর খবর পেয়েই আমদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে গান্ধীনগর শ্মশানঘাটে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *