ডায়মন্ড হারবার, ৩০ নভেম্বর (হি. স.) : কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার মিছিল পৌঁছালো ডায়মন্ড হারবারের কপাটহাটে। গত ২৮ শে ডিসেম্বর সাগর থেকে পাহাড় যাত্রার সূচনা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধির রঞ্জন চৌধুরী। শুক্রবার সেই মিছিল কুল্পি থেকে পুনরায় শুরু করে ডায়মন্ড হারবার কপাটহাটে পৌঁছায়।
এদিন মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন হালদার, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় ভারত জোড়ো যাত্রার মিছিল শুক্রবার কপাটহাটে স্থগিত রাখা হবে এবং পুনরায় শনিবার ভারত জোড়ো যাত্রা পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হবে।