গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটির বিউটি পার্লার এবং স্পা-য় নারীদেহ ব্যবসা চালানোর অভিযোগে যোরহাট থেকে গ্রাফতার করা হয়েছে আরও এক অভিযুক্ত মহিলাকে। ধৃত মহিলাকে ইতিমধ্যে যোরহাট থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে।
গুয়াহাটি মহানগরে কয়েকটি স্পা, বিউটি পাৰ্লারে নারীদেহ ব্যবসা চলছে বলে অভিযোগের ভিত্তিতে গত ২৭ ডিসেম্বর রাতে ক্রাইম ব্রাঞ্চের পৃথক পৃথক দল অভিযান চালিয়ে বেশ কয়েকটি স্পা, বিউটি পাৰ্লারের স্বত্বাধিকারী চার যুবতী-মহিলা সহ সাতজনকে গ্রেফতার করেছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে যোরহাটের বরুয়া চারিআলির একটি বিউটি পাৰ্লারের স্বত্বাধিকারী ধৃত মহিলা।
যোরহাট থেকে তিনি গুয়াহাটির স্পায় নারীদেহ ব্যবসা চালাতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, পাঁচজনের একটি চক্ৰ বিভিন্ন ধরনের প্ৰলোভন দিয়ে বহু কিশোরী-যুবতীকে নারীদেহ ব্যবসায় জড়িত করছিল। এছাড়া অভিযানে ছয় নারীদেহ ব্যবসায়ী ছাড়াও অন্তত ১৬ যুবতী ও মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে সংগঠিত ক্রাইমব্রাঞ্চের আধিকারিকরা গুয়াহাটির উলুবাড়ি, রাজগড় এবং লাচিতনগর এলাকায় অভিযান চালিয়েছিলেন ধৃত ছয়জনের মধ্যে দুজন পুরুষ এবং চারজন মহিলা স্পা মালিক। তারা মিলি সিনহা, উষা দৈমারি, পাহি দাস, জানমণি দাস, চিন্ময় শর্মা এবং তন্ময় দাস। তাদের বিরুদ্ধে অভিযোগ, স্পা ও বিউটি পার্লারের আড়ালে এরা পতিতাবৃত্তি চালানো এবং মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত।

