বিজেপির বিরুদ্ধে সবগুলি দলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান ত্রিপুরা পিপলস ফন্ট্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ বিজেপি শাসন থেকে মুক্তি পেতে সবকটি গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে এক মঞ্চে শামিল হয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার জন্য আবেদন জানালো ত্রিপুরা পিপলস পার্টি৷  বিধানসভা নির্বাচন  হাতে গোনা আর মাত্র কিছুদিন বাকি৷  নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে৷ একদিকে বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানিয়ে আসছে৷ অপরদিকে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত  করার জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা চালাচ্ছে৷ ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার  আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বিজেপির শাসনের তীব্র সমালোচনা করে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী সব কটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার জন্য আবেদন জানিয়েছে৷ ঐক্যবদ্ধ জোটকে ত্রিপুরা পিপলস পার্টি সমর্থন জানাবে বলেও জানিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *