ফিরে দেখা ২০২২, বিষয় : বন্যপ্রাণীর মৃত্যু ও তাদের হামলায় হত নাগরিককুল

গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২২। বিদায়ী এক বছরে গোটা বিশ্ব তথা ভারতে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে অসমের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২২-এর ফ্ল্যাশব্যাকে বন্যপ্রাণীর মৃত্যু ও হামলা ইত্যাদি সংক্রান্ত কয়েকটি খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার …

গুয়াহাটি, ৩০ জানুয়ারি (হি.স.) : অসমের গর্ব ও গৌরব এক শৃঙ্গ বিশিষ্ট গণ্ডার সংরক্ষণের সরকারি প্রচেষ্টার প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০২২ সালের প্রথম পর্বের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, গত সাত বছরে অসমে গণ্ডার শিকারের সংখ্যা হ্রাস হয়েছে রাজ্যের জনগণ এবং রাজ্য সরকারের চোরাশিকারিদের বিরুদ্ধে বিশেষ অভিযানের ফলে।

গুয়াহাটি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে অবস্থিত অসম রাজ্য চিড়িয়াখানায় কাজি নামের রয়্যাল বেঙ্গল টাইগার প্রজাতির এক বাঘিনী প্রসব করেছে দুই শাবক।

ইটানগর, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : মধ্য অরুণাচল প্ৰদেশে নব-প্ৰজাতির সাদা মুখমণ্ডলের বানর, অর্থাৎ হোয়াইট-চিকড মেকাক–এর উপস্থিতি আবিষ্কার করেছেন প্রাণী-বিজ্ঞানীরা।

বঙাইগাঁও (অসম), ১৮ জুন (হি.স.) : একটি কুকুরকে শূন্যে ঘুরিয়ে জলাশয়ে ছুঁড়ে ফেলে জনৈক যুবক মজা উপভোগ সংক্রান্ত এক ভাইরাল ভিডিও দেখে ‘অ্যাকশন ফর অ্যানিমেল’ নামের বেসরকারি সংগঠনের পক্ষ থেকে দায়েরকৃত এফআইআর-এর ভিত্তিতে বঙাইগাঁওয়ের জনৈক যুবক গ্রেফতার।

গোলাঘাট (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : অসমের গোলাঘাট জেলার অন্তর্গত নুমালিগড়ে উদ্ধার বিরল প্রজাতির গ্রিন ক্যাট সাপ।

ধুবড়ি (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : সাপটগ্ৰামে ধুবড়ি ও কোকরাঝাড় জেলার সীমান্তবর্তী ভেলাকোবা পার্ট-১ গ্ৰামের জনৈক বাসিন্দার বাড়িতে উদ্ধার হয়েছে বিরল ‘সালাজারের পিট ভাইপার’ প্ৰজাতির বিষাক্ত হলুদ-সবুজ রঙের সাপ।

গোয়ালপাড়া (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : গত দু সপ্তাহে গোয়াপাপাড়া জেলা বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে ছয়জনের।

নগাঁও (অসম), ২৫ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ রবিবার পিকনিকের একটি দলের ওপর বুনো হাতির হামলায় জনৈক নিপুল বরদলৈ (৪০) নামের যুবশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যার দিকে নগাঁওয়ের আমসই এলাকার শিবকুণ্ডে সংঘটিত হয়েছে।

কাজিরঙা (অসম), ২৯ ডিসেম্বর (হি.স.) : যোরহাটে আহত চিতাবাঘের মৃত্য হয়েছে কাজিরঙার ‘সেন্টার ফর ওয়াইল্টলাইফ রিহাবিলেশন অ্যান্ড কনজারভেশন’ (সিডব্লিউআরসি)-এ। ২৬ ডিসেম্বর যোরহাট জেলার টিওকের কাছে চেনিজানে অবস্থিত রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছে একটি আবাসিক পাড়ায় চিতাবাঘটি সন্ত্রাস চালিয়েছিল। তার আক্রমণে তিন বনকর্মী সহ কমপক্ষে ১৬ জন নাগরিক গুরুরভাবে আহত হয়েছিলেন। ২৭ ডিসেম্বর বন কর্মকর্তারা উজান চিতাবাঘটিকে ট্রেঙ্কুলাইজ করে ধরেছিলেন। ট্রেঙ্কুলাইজ করতে গিয়ে চিতাবাঘটি আহত হয়েছিল।