নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান পরে মিছিল মিছিল তাও আবার ধন্যবাদ মিছিল৷ বৃহস্পতিবার ২৮ তেলিয়ামুড়া মন্ডলের ৫ নং করইলং উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় করইলং এলাকাতে৷ এই সভায় একথা বলেন মুখ্য সচেতক কল্যাণী রায়৷
বর্তমানে বেকার যুবক-যুবতীদের মিছিলে হাঁটতে হয় না৷ টেট পরীক্ষা কিংবা অন্যান্য পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ রয়েছে৷ এমনকি চাকরিও পেয়েছে অনেক যুবক যুবতীদের৷ সরকারি কর্মচারীদের আগাম মিছিল মিটিং করতে হয় না ডিএ প্রদানের জন্য৷ বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান পরে মিছিল মিছিল তাও আবার ধন্যবাদ মিছিল৷ বৃহস্পতিবার ২৮ তেলিয়ামুড়া মন্ডলের ৫ নং করইলং উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় করইলং এলাকাতে৷ এই সভায় একথা বলেন মুখ্য সচেতক কল্যাণী রায়৷ উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ঝর্না দেববর্মা, মহিলা মোর্চার খোয়াই জেলার প্রভারী রত্না দেবনাথ, তেলিয়ামুড়া মন্ডল মহিলা মোর্চা সভানেত্রী শম্পা পাল সহ মহিলা মোর্চার অন্যান্য কর্মীরা৷ এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি হার ছিল চোখে পড়ার মত৷
2022-12-29