নেল্লোরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখিত চন্দ্রবাবু, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের নেল্লোরে রোড শো চলাকালীন পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পদপিষ্ট হয়ে বুধবার রাত পর্যন্ত মৃত্যু হয়েছিল ৭ জনের, পরে আরও একজনের মৃত্যু হয়। সবমিলিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ জনের মৃত্যু। মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার তিনি বলেছেন, “খুবই বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা, আমি ব্যথিত।”দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ঘোষণা মত, মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় ব্যথিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও। তিনিও মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

উল্লেখ্য, বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলার কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য প্রবল ভিড় হয়েছিল। চন্দ্রবাবুর কনভয় পৌঁছনোর পরেই টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারই জেরে পদপিষ্ট হন অনেকে। মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।