নমপেন, ২৯ ডিসেম্বর (হি.স.): নতুন বছর শুরুর আগেই মর্মান্তিক দুর্ঘটনা কম্বোডিয়ায়। বুধবার রাতে কম্বোডিয়ার একটি হোটেল ক্যাসিনোতে দুর্বিষহ আগুন লাগে। আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার রাত ১১ টা বেজে ৩০ মিনিটের দিকে ক্যাসিনোতে আগুন লাগে। কীভাবে আগুন লাগল তদন্ত করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যখন ক্যাসিনোতে আগুন লাগে পুলিশ জানায়, ভবনটিতে যখন আগুন লাগে তখন প্রায় ৪০০ জন ভেতরে ছিলেন। তাদের মধ্যে থাইল্যান্ডের অনেক নাগরিকও ছিলেন। পোয়েপেট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যবর্তী একটি শহর। শহরটি ক্যাসিনোর জন্য জনপ্রিয়। থাইল্যান্ডে জুয়া খেলা নিষিদ্ধ বলে অনেক থাই নাগরিক শহরটিতে যান।