অরিজিৎ বাংলার গর্ব, তাঁকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার“, মন্তব্য কুণালের

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : অরিজিৎ সিং-এর অনুষ্ঠান বাতিল নিয়ে বিজেপি-র প্রচারের নিন্দা করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

বৃহস্পতিবার কুণাল ফেসবুকে লিখেছেন, “অরিজিৎ সিং নিয়ে কুৎসা। বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে ‘গেরুয়া’ গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে। এটি ডাহা মিথ্যা।

অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫/১২/২২। আর তার অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮/১২/২২। তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে।
অরিজিতের অনুষ্ঠান হবে। তবে অন্য জায়গায়। ৯/১২/২২ অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করতে টাকা জমা করেছে। আজও পরিদর্শন চলছে। সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। এ নিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে। অরিজিৎ বাংলার গর্ব। তাঁকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার।

উল্লেখ্য, সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই , বিতর্ক হয় নি তো?“